নড়াইল কণ্ঠ : ওয়াইফাই ইন্টারনেট নেটওয়ার্ক দূর্বল? বাড়াতে চান ওয়াইফাইর গতি। কিংবা ওয়াইফাই সিগন্যাল ওঠানামা করছে। কি করবেন ভাবছেন? হয়তো আপনি নতুন রাউটার কিনতে চাচ্ছেন। এতে সমস্যা কমবে কিনা জানা নেই তবে, নেটওয়ার্ক বাড়াতে আপনাকে একটা ঘরোয়া টিপস দেওয়া যেতে পারে। চেষ্টা করে দেখতে পারে। টাওয়ার ‘টং’ হলেও হতে পারে।
বিয়ার পান করেন? করলে ভাল। না খেলে ক্ষতি নেই। একটু বাড়তি টাকা খরচ করে কিনে ফেলুন বিয়ার ক্যান। বিয়ার অন্য পাত্রে ঢেলে রাখুন। তারপর খালি ক্যানকে আড়াআড়ি কেটে ফেলুন। এই নরম অ্যালুমিনিয়ামের খোলস দিয়ে একদিকে ঢেকে রাখুন আর কী রাউটারের অ্যান্টেনাকে।
অ্যালুমিনিয়াম পাত্রটি রিফ্লেক্টরের কাজ করবে। এতে টাওয়ার ভাল থাকবে। ইন্টারনেটের স্পিডও ভাল পাবেন। কিভাবে করবেন? ……………