নড়াইল কণ্ঠ : ওয়াডে ক্রিকেট দলের অধিনায়ক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার সহধর্মীনি বিশিষ্ট সমাজসেবক সুমনা হক সুমি নড়াইলে বিভিন্ন এতিমদের মাঝে শীত নিবারনের জন্য শতাধিক কম্বল বিতরণ করেছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বলরামপুর ইসলামপুর হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা, কাগজীপাড়া মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, মাশরাফী বিন মোর্ত্তজার সহধর্মীনি সুমনা হক সুমির বড় বোন নড়াইল জেলা মহিলা লীগের সাংগাঠনিক সম্পাদক সাঞ্জিদা হক রিক্তা, ভঙ্গিপতি জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মো: টিপু সুলতান, এমপি’র পিএস জামিল আহমেদ সানি, টীম তারুণ্য-১০০ এর প্রতিষ্ঠতা মো: রাসেল বিল্লাহ, প্রমুখ।
জানগেছে, মাশরাফী বিন মোর্ত্তজার সহধর্মীনি সুমনা হক সুমি তার নিজস্ব অর্থায়নে মাশরাফীর নির্বাচনী এলাকার (নড়াইল ও লোহাগড়ায়) এতিমখানার শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।