ভুয়া সংবাদ প্রতিরোধে বিভিন্ন সাইট থেকে ব্যবহারকারীদের কাছে পাঠানো বার্তার সত্যতা যাচাই করবে হোয়াটসঅ্যাপ। শুধু তা-ই নয়, বার্তা পাঠানো সাইটটির কার্যক্রম ও গ্রহণযোগ্যতা কেমন তাও খতিয়ে দেখবে। তথ্য বা সংবাদের সত্যতা সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলে বার্তাটিকে লাল রঙে চিহ্নিত করে ব্যবহারকারীদের সতর্কবার্তা দেওয়া হবে। স্প্যাম ও ক্ষতিকর ওয়েবসাইটের লিংকযুক্ত বার্তা এলেও এমনটি করা হবে। ফলে লাল রঙে আসা বার্তাগুলো যতই বিশ্বাসযোগ্যভাবে লেখা হোক না কেন, সেগুলোর লিংকে ক্লিক করে বিভিন্ন ওয়েবসাইট থেকে ম্যালওয়্যার ডাউনলোড করার যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। ভুয়া সংবাদের বিস্তার ঠেকানোর পাশাপাশি ব্যবহারকারীদের সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা করতেই এ উদ্যোগ। এ জন্য শিগগিরই ‘সাসপিসিয়াস লিংক’ নামে নতুন ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করে দেখছে মেসেজিং অ্যাপটি।